জানুয়ারিতে কমবে না শীতের তীব্রতা

Share Now..

পুরো জানুয়ারি জুড়েই শীত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি তারা আরও জানায়, আগামী দুই-তিনদিন উপকূলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশে থাকতে পারে মেঘ। এতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং শীত সামান্য কমতে পারে। এরই মধ্যে দেশের কোনো কোনো অঞ্চলে মেঘ ও বৃষ্টি আসতে শুরু করেছে। যার উৎসস্থল- বঙ্গোপসাগর। এছাড়া খুলনা ও বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে বুধবার (24 জানুয়ারী) দেশের কোনো কোনো এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে এতে শীতের তীব্রতা খুব বেশি কমবে না।

বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবদুর রহমান। তিনি বলেন, ‘দেশের কোনো কোনো এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা খুব বেশি কমবে না।’

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৪ জানুয়ারী) খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল থেকে উপকূল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে।

774 thoughts on “জানুয়ারিতে কমবে না শীতের তীব্রতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *