জানুয়ারিতে ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Share Now..

আসছে জানুয়ারিতে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক পরিদর্শনে এসে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পের এ ক্যাটাগরির অধীনে, ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০ বর্গ মিটার প্রতিটি ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করা হয়। বি ক্যাটাগরির অধীনে, প্রতিটি ১ হাজার ৬৮০ বর্গ মিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করার পরিকল্পনা করা হয় এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২ হাজার ৫২ বর্গ মিটার মেঝে তৈরি করার পরিকল্পনা করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয়, ১৬ মার্চ তৃতীয়, ১৭ এপ্রিল চতুর্থ এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। সবশেষ গত ৩০ অক্টোবর ৫০টি মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে এই সংখ্যা ৩০০-তে পৌঁছায়।

One thought on “জানুয়ারিতে ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

  • December 27, 2024 at 5:20 pm
    Permalink

    Somebody essentially lend a hand to make significantly articles Id state That is the very first time I frequented your website page and up to now I surprised with the research you made to make this actual submit amazing Wonderful task

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *