জাপানকে কিমের হুঁশিয়ারি
উত্তর কোরিয়া জাপানের নতুন নিরাপত্তা কৌশলের নিন্দা করেছে এবং দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া জাপানের নতুন নিরাপত্তা কৌশলের নিন্দা করেছে এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে একটি মৌলিক পরিবর্তন বলে অভিহিত করেছে। একই সময়ে দেশটি সতর্ক করেছে, পিয়ংইয়ং অনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে জাপানের পদক্ষেপগুলোকে কতটা ভুল ও বিপজ্জনক তা দেখাবে।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, জাপানের একটি নতুন নিরাপত্তা কৌশল অবলম্বন কোরীয় উপদ্বীপ ও পূর্ব এশীয় অঞ্চলে একটি গুরুতর নিরাপত্তা সংকট ডেকে আনছে। টোকিওর নতুন নীতি এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। তাদের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের লঙ্ঘন ও আন্তর্জাতিক শান্তির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ।এই কর্মকর্তা বলেন, ‘আমরা পুনর্ব্যক্ত করছি, মৌলিক অধিকার রক্ষার জন্য পিয়ংইয়ংয়ের সাহসী ও সিদ্ধান্তমূলক সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে।’উল্লেখ্য, শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত জাপান সম্প্রতি তাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামরিক বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এটি যুক্তরাষ্ট্র ও চীনের পরে দেশটিকে তৃতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী হিসেবে পরিণত করবে। ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যে টোকিও এমন পদক্ষেপ নিয়েছে যা একসময় অকল্পনীয় বলে মনে করা হয়েছিল।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola