জাপানি দুই শিশুর বিষয়ে চূড়ান্ত রায় রবিবার
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবেন নাকি মা নাকানো এরিকোর সঙ্গে জাপানে চলে যাবেন, এ বিষয়ে আগামীকাল রবিবার (২১ নভেম্বর) বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
আজ শনিবার (২০ নভেম্বর) প্রকাশিত সংশ্লিষ্ট বেঞ্চের রবিবার কার্যতালিকায় মামলাটি রাখা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, ‘জাপানি দুই শিশুর জিম্মা নিয়ে রবিবার বিকেল সাড়ে ৩টায় হাইকোর্ট রায় ঘোষণা করবেন। ভিন্ন দুই দেশের নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে এটাই বাংলাদেশের আদালতে প্রথম রায় হতে যাচ্ছে।’
২০০৮ সালে শরীফ চিকিৎসক নাকানো এরিকোকে জাপানের বিদ্যমান আইন অনুযায়ী বিয়ের পর টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যা সন্তান জন্ম নেয়। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিলেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি শরীফ ও এরিকোর মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। পরে বাবা দুই সন্তান নিয়ে ঢাকায় চলে আসেন। এরপর দুই সন্তানকে নিজ জিম্মায় ফেরত পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন মা।