জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন ঝিনাইদহের মাহফুজুর রহমান

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরীত এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী (অবঃ) মেজর মাহফুজুর রহমানকে। প্রেস বিঞ্জপ্তিতে আরও জানানো হয় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। এ বিষয়ে মেজর মাহফুজ বলেন, তার উপর অর্পিত এই গুরু দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন। (অবঃ) মেজর মাহফুজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় তাকে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *