জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জেমস

Share Now..

এফএনএস বিনোদন: নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ মাতিয়ে রেখেছেন তিনি। যাকে ভালোবেসে ‘গুরু’ নামে ডাকেন ভক্তরা। তার গানে বাংলার তরুণ সমাজ বার বার খুঁজে পেয়েছে উদ্দীপনা, প্রাণোচ্ছ¡লতা। আর জেমসের গান মানেই কথা ও সুরের এক অনন্য মিশেল। অন্যদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। যাকে অনেকে ‘ভাইরালম্যান’ বলেও ডাকেন। তার কাজ নিয়ে নেটদুনিয়ায় চলে নানা আলোচনা-সমালোচনা। এত কিছুর পরও এই নায়কের ভক্ত সংখ্যা নেহাত কম না। বিশেষ করে নারী ভক্ত! এবার এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি শিল্পী জেমস। এটি হতে যাচ্ছে আগামী ২৬-২৭ মে লন্ডনের মাইল এÐ স্টেডিয়ামে। দু’দিন ব্যাপী এই আয়োজনের উপস্থাপনা করবেন চিত্রনায়ক জায়েদ খান। আর দু’দিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস। ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শিরোনামের এর আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নগর বাউল’খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশ করবেন সংগীতশিল্পী কনকচাঁপা, প্রীতম হাসান, সাব্বির জামান, দোলাসহ অনেকে। অনুষ্ঠানে থাকছে যাত্রাপালাও। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়াও ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার। ইতিমধ্যেই অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *