জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ

Share Now..

জার্মানির লোয়ার স্যাক্সনি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার পর এক সেনাসদস্য আত্মসমর্পণ করেছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

উত্তর জার্মানির রাজ্য লোয়ার স্যাক্সনিতে জার্মানির সেনাবাহিনী বুন্ডেসভেয়ারেরএক সৈন্য রাতে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ ও সরকারি কৌঁসুলিরা।

রোটেনবুর্গ পুলিশ ও ফের্ডেনে কৌঁসুলির কার্যালয় থেকে ইস্যু করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে দুইটি স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে।

বিবৃতি অনুযায়ী, দুটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এরমধ্যে একটি ঘটেছে ভেস্টারফেসেডেতে, অন্যটি বোথেলে।

কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘বর্তমান সন্দেহভাজন বুন্ডেসভেয়ার সৈন্য অপরাধ ঘটানোর কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করেন এবং পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।’ ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

তবে অপরাধীর উদ্দেশ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ ও প্রসিকিউটররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *