জার্মানিতে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

Share Now..

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় এক বন্দুকধারী নিহত হয়েছেন। মিউনিখ শহরের কেন্দ্রে অবস্থিত কারোলিনেনপ্লাৎস এলাকায় ঘটনাটি ঘটে।  ঐ এলাকায় ইসরায়েলি কনসুলেট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ একটি মিউজিয়াম অবস্থিত।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি অস্ট্রিয়ার নাগরিক। ১৮ বছর বয়সি ঐ ব্যক্তির কাছে পুরনো একটি রাইফেল ছিল। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানান, সম্ভবত ইসরায়েলি কনসুলেটে হামলার পরিকল্পনা করা হয়েছিল। ১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর মিউনিখ অলিম্পিক চলার সময় ফিলিস্তিনি জঙ্গিদের হামলায় ইসরায়েলের ১১ জন অ্যাথলিট মারা যান। সেই হামলার বার্ষিকীর দিন বৃহস্পতিবার মিউনিখে এই ঘটনা ঘটলো।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সময় কনসুলেট বন্ধ ছিল এবং এই ঘটনায় কোনো কর্মীর কোনো সমস্যা হয়নি।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মিউনিখের ঘটনা নিয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ও ইসরায়েলের প্রেসিডেন্ট ইজাক হ্যারৎসোগের মধ্যে কথা হয়েছে। এই সময় মিউনিখ পুলিশকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *