জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে এমপি মহুল ঝিনাইদহে কোন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, ঝিনাইদহে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। যেখানেই এই তিন অপশক্তি থাকবে সেখানেই প্রতিরোধ ও দমন করা হবে। নতুন রুপে এই শহরকে গড়ে তোলা হবে। এ জন্য তিনি ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীর সহায়তা চান। মহুল শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে ঝিনাইদহ পৌর পার্কে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন। জাহেদী ফাউন্ডেশন এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী মহুল, পোড়াহাটীর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, বাস মিনিবাস মালিক সমিতির নেতা মোহাম্মদ আলী কানু, শ্রমিক নেতা আক্কাচ আলী, শান্তি জোয়ারদার ও তাবিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন। এমপি মহুল আরো বলেন, ঝিনাইদহের উন্নয়নে একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে মানুষের চাহিদা ও সুবিধা নিশ্চিত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *