জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ ভারতের
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১৮৭ রানের টার্গেট দিয়েছে ভারত। রবিবার (৬ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের দলীয় ২৭ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৩ বলে ১৫ রান করে আউট হন রোহিত। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি।কোহলিকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল। তবে দলীয় ৮৭ রানে ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান কোহলি। অন্যদিকে বিশ্বকাপে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন রাহুল। নিজের অর্ধশতক পূরণ করে দলীয় ৯৫ রানে ৩৫ বলে ৫১ রান করে আউত হন তিনি।এরপর একাদশে সুযোগ পাওয়া ঋশভ পন্থ দ্রুতই আউট হয়ে ফিরে যান। ৫ বলে মাত্র ৩ রান করেন তিনি। পন্থের বিদায়ের পর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব। দলীয় ১৬৬ রানে ১৮ বলে ১৮ রান করে সাজঘরের পথ ধরেন হার্দিক।এরপর বাকী ইনিংস শেষ করে আসেন সূর্যকুমার। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে নিজের অর্ধশতক পূরন করেন তিনি। ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস নেন সর্বোচ্চ ২টি উইকেট।