জিম্মি থাকা আরও চারজনকে মুক্তি দিচ্ছে হামাস
গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার (২৫ জানুয়ারি) আরও চারজন জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর তাদের জিম্মি করেছিল হামাস।
প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পেতে যাওয়া চারজন নারী সেনার তালিকা দিয়েছে হামাস। ইসরায়েলও তালিকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের মতে, যেসব নারী মুক্তি পাচ্ছেন তারা হলেন করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। আলবাগের বয়স ১৯ বছর, আর বাকিদের বযস এখন ২০ বছর।
প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির অংশ যা গত রোববার কার্যকর হয়। এই চুক্তির উদ্দেশ্য হলো সংঘাতের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করা। হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা শুক্রবার টেলিগ্রামে বলেন, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাসসাম ব্রিগেড চারজন নারী সেনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে নাম পেয়েছেন।
ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের মুক্তি দুপুরের আগে শুরু হতে পারে, যদিও হামাস বা ইসরায়েল কেউই প্রত্যাশিত সময় সম্পর্কে কোনও বিবৃতি জারি করেনি।