জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী \ ঝিনাইদহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে পৌর এলাকার ২৯টি পাড়া মহল্লায় মাইকে জিয়াউর রহমানের ভাষ্য বাজানো হয়। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল এবং রক্তদান কর্মসূচী পালন করে। বৃহস্পতিবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। এ সময় তিনি এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশে চাকরবাকরের সম্পদ দেখে মালিকের সিন্দুকের গভীরতা সহজে অনুমান করা যাচ্ছে। তিনি বলেন দেশের সচল অর্থনীতি উন্নয়ন করে নয়, লুটপাট করে পঙ্গু করে দেওয়া হয়েছে। তিনি বলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ অর্জন দেখে শেখ হাসিনার অন্যান্য চাকরবাকরদের অবৈধ সম্পদের হিসাব পরিমাপ করা যায়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান শেখর, শাহজাহান আলী, আবুল বাশার বাশি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত অসহায় অসুস্থ রোগীদের দেওয়ার জন্য সদর হাসপাতালের বøাড ব্যাংকে জমা দেওয়া হয়। এদিকে বিকালে এক দোয়ার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আল মাহদী লিপিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *