জিরোনাকে হারিয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল
ফেব্রুয়ারিতে লা লিগায় যেন জিততে ভুলেই গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচ পর অবশেষে ব্যর্থতার সেই বৃত্ত ভেঙেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।
নিষেধাজ্ঞায় পড়া বেলিংহামকে ছাড়াই এদিন খেলতে নামলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে লিগে ফের প্রতিদ্বন্দ্বিতায় ফেরার ইঙ্গিত দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪১তম মিনিটে লুকা মদ্রিচের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
এর আগে, এ মাসের শুরুতে এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। তারপর অ্যাতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনার সঙ্গে ড্র করে দলটি। তবে লিগে এমন হতাশাজনক ফলের মাঝে অন্যান্য প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলে সবগুলোতেই জেতে তারা। এবার ঘরোয়া লিগেও পেল জয়ের স্বাদ।
২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফিরলো আনচেলত্তির দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াই ও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গতকাল ভালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এছাড়া লাস পালমাসের মাঠে ২-০ গোলে জেতে বার্সেলোনা।