জিল বাইডেনের ক্যান্সার কোষ অপসারণ
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে দুইটি ক্যান্সার কোষ অপসারণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে তা সফলভাবে অপসারণ করেন চিকিৎসকরা। হোয়াইট হাউসের ডাক্তারের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন ও জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যান। বুধবার সেখানে তার অস্ত্রোপচার করা হয়।হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তিনি ভালো আছেন। দিন শেষে তিনিও হোয়াইট হাউসে ফিরে আসেন। চিকিৎসকরা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত আবিষ্কার করেছিলেন এবং এটি ক্যান্সারের জন্য পরীক্ষা করেছিলেন। ক্যান্সার সনাক্ত করা হয়েছে এবং অপসারণ করা হয়েছে। এছাড়াও, এর আগে চিকিৎসকরা জিল বাইডেনের বুকের বাম পাশে এরকম আরেকটি ক্ষত সনাক্ত করেছিলেন। যেহেতু এটি ক্যান্সারে পরিণত হয়েছিল, ডাক্তাররা একই পদ্ধতিতে এটি অপসারণ করেছিলেন।উল্লেখ্য, জিল বাইডেন (৭১) যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইডেন (৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। জিল বাইডেনের হোয়াইট হাউসের অভ্যন্তরে একটি প্রভাবশালী ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
Crush the competition and rise to the top. Lucky Cola