“জিয়ার স্বাধীনতার ঘোষনায় জাতী যুদ্ধে যাওয়ার প্রেরণা পেয়েছিল” মশিয়ুর

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঝিনাইদহে “মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানে
ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের
এইচএসএস সড়কে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে জিয়া
পরিষদ। এতে জেলা বিএনপি’র আহবায়ক এস এম মশিয়ূর রহমান, সদস্য সচিব এম এ
মজিদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী সচিব ডঃ ওয়ালিদ হাসান পিকুল,
জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাঃ মোঃ কামাল উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা
বলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনায় জাতী যুদ্ধে যাওয়ার প্রেরণা পেয়েছিল।
সেদিন কালুরঘাট বেতার থেকে জিয়া স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশে
ইতিহাস অন্য রকম হতো।

One thought on ““জিয়ার স্বাধীনতার ঘোষনায় জাতী যুদ্ধে যাওয়ার প্রেরণা পেয়েছিল” মশিয়ুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *