জীবননগরে ছাত্র-জনতার বিক্ষোভ \ দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুশিয়ারি
\ জীবননগর প্রতিনিধি \
এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি সফল করতে চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতাল গেটে অবস্থান নিয়েছি নিয়েছে ছাত্র-জনতা। রোববার (৪ আগস্ট) সকাল থেকে জীবননগর হাসপাতাল গেটে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে বেলা সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে জীবননগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রায় এক ঘণ্টা মিছিল করে পুনরায় হাসপাতালে গেটে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সময় সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুজ্জামান, শিক্ষার্থী মোকলেছুর রহমান রিমন প্রমুখ। এদিকে মিছিল নিয়ে ছাত্র-জনতা মিছিল নিয়ে জীবননগর বাসস্ট্যান্ডে কিছুসময় অবস্থান নিলে সরে যায় পুলিশ। এ সময় তারা ¯েøাগান দেয়,’আমি কে, তুমি কে রাজাকার রাজাকার, কে কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি। জীবননগর ছাত্র-জনতা বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থা নেয়। আবদুল্লাহ বলেন সমন্বায়কদের নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।