জীবননগরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন এমপি টগর
জীবননগর প্রতিনিধিঃ
জীবননগরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর খাদ্য গুদাম প্রাঙ্গণে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। চলতি বোরো মৌসুমে মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি ৪৪ টাকা দরে ৭১৬২ মেট্রিকটন চাউল এবং সরাসরি উপজেলার কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫৪২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। জীবননগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আমল,জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, হাসাদহ ইউনিয়নের চেয়ারম্যান রবি বিশ্বাস প্রমুখ।#
Dive Deep into the Pixelated Realm: Where Legends Are Forged! Lucky Cola
Where dreams become pixels and pixels become victories. Join us on our online gaming journey! Lodibet
Get ready for non-stop action and adventure – start playing now! Lucky cola
Dominate the battlefield in our online FPS games! Lucky Cola