জীবননগর পুলিশের মাদক বিরোধী অভিযান ১শ বোতল ফেনসিডিল সহ আটক ১
Share Now..
জীবননগর প্রতিনিধিঃ
জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিল সহ সাজু (২২) নামের চিহ্নিত ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে। মাদক ব্যবসায়ী সাজু জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ।
গত সোমবার ( ৫ মে ) সকাল ৯টার দিকে জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে জীবননগর থানার
এসআই নাহিরুল ইসলাম, এসআই এসএম রায়হান,এএসআই ইউনুস সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর আমতলা মাঠে অভিযান চালায়। এসম ১শ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী সাজুকে আটক করা হয় ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।##
Achieve greatness in our action-packed online games! Lucky Cola
The ultimate challenge awaits—are you ready to take it on? Lucky Cola