জীবননগর মাধবপুরে যুব বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হাসাদাহ প্রতিনিধি
জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের ২ নং ওর্য়াড মাধবপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাধবপুর বাজারে ২নং ওয়ার্ড মাধবপুর যুব বিভাগের উদ্যোগে ২নং ওয়ার্ডে ৫০ পিচ শীতবস্ত্র দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। ২নং ওয়ার্ড মাধবপুর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মুল ইউনিটের সভাপতি ইসমাইল হাসান, ইদ্রীস আলী, ২নং যুব বিভাগের সহ সভাপতি শামীম, সেক্রেটারী আকিমুল ইসলাম, সহ সেক্রেটারী রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসান তারিখ, অফিস সম্পাদক রনি, প্রচার সম্পাদক নাজির আহম্মেদ, ক্রীড়া সম্পাদক আতিয়ার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক তামিম হোসেন, শিক্ষা সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, শ্রম বিষায়ক সম্পাদক এনামুল সিদ্দীক, বায়তুলমাল সম্পাদক তরিকুল ইসলাম।
Noodlemagazine very informative articles or reviews at this time.
If some one needs to be updated with latest technologies then he
must be pay a quick visit this web page and be up to date all the
time.
What’s up to all, how is the whole thing, I think every
one is getting more from this web page, and your views
are pleasant in support of new visitors.