জেনেভা ক্যাম্পে বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা!
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি টাকা।
বকেয়া পরিশোধ না করায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড)। ডিপিডিসি জানিয়েছে, ক্যাম্পের বাসিন্দারা বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রি-পেইড মিটার স্থাপনে বাধা সৃষ্টি করছিলেন। দীর্ঘদিন ধরে বকেয়া বিদ্যুৎ বিল বাড়তে থাকায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ বলেন, ‘আমরা ক্যাম্পের বাসিন্দাদের বারবার মিটার স্থাপনের কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। ফলে আমরা বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছি।’
মঙ্গলবার রাত ৯টায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শওকতের কাছ থেকে প্রি-পেইড মিটার স্থাপনে সহযোগিতার লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।
ডিপিডিসি জানায়, ১৫-২০ দিন আগে ক্যাম্পের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং পরে আবাসিক স্থাপনায় প্রি-পেইড মিটার বসানোর পরিকল্পনা তুলে ধরা হয়। এ বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়ার পরও বাসিন্দারা কোনও ব্যবস্থা নেয়নি। ফলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ বিল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। কয়েক মাস আগে আদালত সরকারের পক্ষে রায় দেন, যা অনুসারে ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুৎ বিল পরিশোধের দায়িত্ব নিতে হবে।
ক্যাম্পের বিদ্যুৎ ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল অবস্থায় ছিল। একদিকে বাণিজ্যিক ও আবাসিক প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধে গাফিলতি, অন্যদিকে প্রি-পেইড মিটার স্থাপনে বাধা দেওয়ার কারণে বকেয়া বাড়তে থাকে।
ডিপিডিসি এখন প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে এগোতে চায়। তবে বাসিন্দারা এ বিষয়ে কতটা সহযোগিতা করবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।