জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন মহেশপুরের বাহাউল
Share Now..
\ পৌর প্রতিনিধি মহেশপুর \
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম। বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ে মাসিক স্টাফ রিভিউ সভায় কর্মকর্তাদের বিভিন্ন দিক থেকে (জুন) শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয় মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শ্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলামের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিল, বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ, বি, এম খালিদ হোসেন সিদ্দিকী প্রমুখ।