জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার পেলেন ঝিকরগাছা ইউনিয়নের সচিব আবু সাঈদ

Share Now..

যশোরের জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার পেলেন ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের সচিব মোঃ আবু সাঈদ। গত ৬অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় তার কর্মপরিধি বৃদ্ধির লক্ষে এবং তাকে দেখে অপর সচিব গুলোর কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেছেন। সচিব আবু সাঈদ ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়ন পরিষদে যোগদান করার পর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউপি সচিব হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার পান। এছাড়াও পূর্বে তিনি ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের সচিব হিসেবে তার কর্মদক্ষতার মূল্যায়ন হিসাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একাধিকবার কর্মের স্বীকৃতি পেয়েছেন। সে ঝিকরগাছা ইউনিয়ন পরিষদে যোগদান করার পূর্বে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি থাকলেও বর্তমানে তাকে পেয়ে ইউনিয়নের সাধারণ জনতার মাঝে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।
৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের সচিব মোঃ আবু সাঈদ বলেন, আমি সরকারের একজন অতি সামান্য কর্মচারী। আমি যে সম্মানে সম্মানিত হয়েছি এটার দাবিদার আমার ইউনিয়নের সকল সাধারণ জনতা। আমি আমার প্রাপ্ত পুরস্কার ইউনিয়নের সকল সাধারণ জনতার জন্য উৎসর্গ করলাম।

1,287 thoughts on “জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার পেলেন ঝিকরগাছা ইউনিয়নের সচিব আবু সাঈদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *