জ্বালানি সংকট সামলানোর আশ্বাস দিলেন জার্মান চ্যান্সেলর

Share Now..


ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমে গেলেও শীতের মাসগুলিতে মানুষের দুর্দশা কমাতে সরকার সব রকম পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমে গেলেও শীতের মাসগুলিতে মানুষের দুর্দশা কমাতে সরকার সব রকম পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জের ধরে জার্মানি তথা ইউরোপে জ্বালানির ক্ষেত্রে যে সংকট দেখা দিচ্ছে, সেটা অবশ্যই বিশাল এক চ্যালেঞ্জ বলে মনে করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। বিশেষ করে আসন্ন শীতের মাসগুলিতে ঘরবাড়ি গরম রাখতে বিশাল মাত্রার মাসুল দেবার সামর্থ্য থাকবে না বলে আশঙ্কা করছেন অনেক মানুষ। জার্মানির সেই সব মানুষকে আশ্বস্ত করে শলৎস বলেন, তার সরকার এমন অঘটন ঘটতে দেবে না।

ইউক্রেন সংকটের কারণে প্রাকৃতিক গ্যাসসহ সার্বিকভাবে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জার্মানির অর্থনীতির উপর প্রবল চাপ সৃষ্টি করছে। আরও খারাপ সময়ের আশঙ্কায় জার্মানিতে অসন্তোষ বাড়ছে। জ্বালানি পরিস্থিতির আরও অবনতি হলে বিশেষ করে শীতের মাসগুলিতে মানুষ আরও অস্থির হয়ে উঠতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর তার গ্রীষ্মকালীন সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এমন কঠিন পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে সব রকম পদক্ষেপের আশ্বাস দেন। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক অতীতে সরকারের একাধিক উদ্যোগের উল্লেখ করেন। মানুষের উপর আর্থিক বোঝা কমানো থেকে শুরু করে জ্বালানির বিকল্প উৎস নিশ্চিত করার মতো একাধিক পদক্ষেপের মাধ্যমে ধাক্কা কিছুটা সামলানো সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *