জ্যাকলিন ফার্নান্দেজের বিল্ডিংয়ে আগুন

Share Now..

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিল্ডিংয়ে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৬ মার্চ) রাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে অবস্থিত নওরোজ হিল সোসাইটির ১৩ তলা ৫ বেড রুমের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন জ্যাকলিন।

এদিকে জ্যাকলিনের অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবরে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন তার ভক্তরা। তবে অগ্নিকাণ্ডের সময়ে জ্যাকলিন ফ্ল্যাটে ছিলেন কিনা সেটা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, নার্গিস দত্ত রোডে অবস্থিত এই ভবনটিতে রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদেরকে কল দিয়ে জানানো হয়, ভবনটির ১৫ তলায় আগুন লেগেছে।

 আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *