জ্যাকুলিনকে বাদ দিলেন সালমান খান

Share Now..

সুকেশ চন্দ্রশেকরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলায় ক্রমশ ফেঁসে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি এই মামলার অন্যতম অভিযুক্তও। তাইতো শ্রীলঙ্কান সুন্দরী যেন ভারত ছেড়ে যেতে না পারে সে জন্য তাকে সার্বক্ষণিক নজরে রাখছে একাধিক গোয়েন্দা সংস্থা। এই অভিনেত্রী বর্তমানে ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) অধীনে পর্যবেক্ষণে আছেন।

এমন পরিস্থিতির মধ্যেই এবার সালমান খানের ‘দ্য-বাং ট্যুর’ থেকে বাদ পড়লেন জ্যাকুলিন। চলতি মাসের শুরুতেই দ্য-বাং ট্যুরের ঘোষণা দেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। যার প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামীকাল ১০ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে। সেখানে পারফর্ম করার কথা ছিল জ্যাকুলিন ফার্নান্দেজের। কিন্তু তিনি সেখানে যেতে পারছেন না। তার জায়গায় ডেইজি শাহ’কে নেওয়ার কথাবার্তা চলছে বলে জানা গেছে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই ট্যুরে সালমান খানের সঙ্গে আরও পারফর্ম করবেন আয়ুশ শর্মা, শিল্পা শেঠি, সাই মাঞ্জেকার, প্রভু দেবা, সুনীল গ্রোভার, মানিশ পল ও গুরু রান্ধাউবান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *