জ্যোতির পর একই দিনে ইতিহাসের পাতায় পিংকি
নারীদের ক্রিকেটে চলছে প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। গেল শনিবার থেকে এই টুর্নামেন্ট শুরু হলেও গতকাল তৃতীয় ও শেষদিনের খেলায় ইতিহাস গড়েছেন দুই ক্রিকেটার। যেখানে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে জ্যোতিকে এককভাবে ইতিহাসে ভাগ বসাতে দেননি ফারজানা হক পিংকি। তিনিও একইদিনে ঘণ্টা ব্যবধানে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাতে সাদা পোশাকে একদিনে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে দুই সেঞ্চুরিয়ানকে।
ব্যাট হাতে ব্যক্তিগত এই মাইফলক অর্জন করে ইতিহাসে নাম লিখিয়েছেন জ্যোতি ও পিংকি। বিসিএলের এবারের টুর্নামেন্টে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। জবাবে প্রতিপক্ষ উত্তরাঞ্চলের ব্যাটার পিংকিও তুলে নেন সেঞ্চুরি। তিনি খেলেন ১০২ রানের অপরাজিত ইনিংস। তবে এই ম্যাচে জ্যোতির আগে ইতিহাস গড়তে পারতেন পিংকি। প্রথম ইনিংসে ৮৬ রানে আউট হয়েছিলেন তিনি। তবে সেই আক্ষেপ থাকেনি দ্বিতীয় ইনিংসে। এবার তিনি সফল হয়েছেন, যদিও হয়েছেন দ্বিতীয় সেঞ্চুরিয়ান। তবে সেগুলো নিয়ে ভাবনা নেই তাদের। বাংলাদেশের নারী ক্রিকেটে যে নতুন দিগন্ত উন্মোচন করলেন এই দুই ব্যাটার, সেটি স্মরণীয় হয়ে থাকবে।
জ্যোতি-পিংকিদের সেঞ্চুরি নারী ক্রিকেটের অগ্রযাত্রার দলিল হিসেবে সামনে আসবে বারবার। এ দিকে এই দুই ব্যাটার বাদেও আলো কেড়েছেন উত্তরাঞ্চলের ইসমা তানজিম। তিনি ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচে ১২ রানের জন্য সেঞ্চুরি পাননি শারমিন আক্তার সুপ্তা এবং ৬ রানের আক্ষেপ নিয়ে ৯৪ রানে আউট হয়েছেন আয়েশা রহমান।