ঝিকরগাছায় তুলা চাষিদের উদ্বুদ্ধকরণ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের ঝিকরগাছায় তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে তুলা চাষিদের উদ্ধুদ্ধকরণ চাষি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ জানুয়ারী) বিকালে উপজেলার শ্রীরামপুর গ্রামের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের ঢাকার নির্বাহী পরিচালক ফকির আলম ইবনে তাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক তুলা উন্নয়ন বোর্ড ঢাকার ড. সীমা কুন্ডু।
এ সময় আরো বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলম, জিনার প্রতিনিধি হাবিবুর রহমান মটু, স্পাহানী কোম্পানীর প্রতিনিধি ইমরান হুসাইন, কৃষক নাজিম উদ্দিন, হাফিজুর রহমান, আলম হোসন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ শ্রীরামপুর মাঠে উন্নতমানের তুলা চাষের ক্ষেত পরিদর্শন করার পাশাপাশি তুলা চাষ যাতে আরও লাভবান হওয়া যায় সে লক্ষ্যে কৃষকদের নানা ভাবে পরামর্শ প্রদান করেন।

2 thoughts on “ঝিকরগাছায় তুলা চাষিদের উদ্বুদ্ধকরণ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *