ঝিকরগাছায় প্রভাবশালী জামায়াতের আমির ও ইউপি সস্যের নিকট সরকারিপ্তর জিম্মী পর্ব-২
আফজাল হোসেন চাঁ, ঝিকরগাছা : ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের জামায়াতের আমির ও হাড়িয়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আসাুজ্জামান ও ৩নং শিমুলিয়া ইউনিয়নের ইউপি সস্য মাহবুর রহমানের নিকট সরকারিপ্তর সমুহ জিম্মীর বিষয়ে সংবাকর্মী বাী হয়ে তথ্য অধিকার আইনে আবেন করেও তথ্য পাওয়া যায় না সরকারিপ্তরে। পরবর্তীতে জেলা সমবায় কার্যালয়ে আপিল করা হলে আপিলের মাধ্যমে তথ্য পাওয়া যায়। তাৎক্ষনিক জেলা সমবায় অফিসার এসএম মঞ্জরুল হক আবেনকারীকে ঘটনার বিষয় তাকে অবগত করে ব্যব¯’া গ্রহণের জন্য লিখিত ভাবে অভিযোগ করার পরামর্শ নে। জেলা সমবায় অফিসারের পরামর্শ অনুযায়ী ১৪/০৯/২০২২ইং তারিখে তার নিকট লিখিত অভিযোগ ায়ের করা হয়। উক্ত অভিযোগে হাড়িয়া যুব উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ কর্তৃক উত্তর রাজাপুর জলমহল ইজারা নিয়ে সাবলিজ য়ে এবং অডিট নোটে তথ্য প্রান না করে সরকারি রাজস্ব ফাঁকি সহ নানান অপকর্মের বিরুদ্ধে সমবায় সমিতি আইন- ২০০১ এর ৪৯ ধারায় তন্ত করণ ও ব্যব¯’া গ্রহণ প্রসঙ্গে উপজেলাধীন রেজি: নং ২৯/জে, তারিখ ০৯/০৯/২০০১ সনে শুরু হওয়া হাড়িয়া যুব উন্নয়ন বহুমুখি সমবায় সমিতি লিঃ। উপজেলা প্রশাসন ঝিকরগাছা কর্তৃক উত্তর রাজাপুর জলমহাল ইজারা নিয়ে ¯’ানীয় ৩নং শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সস্য মাহাবুর রহমানকে সাবলিজ প্রান করেছেন এবং উপজেলা সমবায় অফিসের মাধ্যমে সমিতির অডিট রির্পোটে সমিতির আয় ব্যায়ের হিসাব প্রর্শন না করে, সরকারি রাজস্ব ফাঁকি ওেয়ায় সাধারণ সস্যরা বঞ্চিত হ”েছন। হাড়িয়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এটা কোনো মৎস্যজীবী সমিতি বা এই সমিতির কোনো সস্যই মৎস্যজীবী না। সমিতির সভাপতি মোঃ আছাুজ্জামান মৎস্যজীবী না হয়েও তিনি মৎস্যজীবী সেজে বিভিন্ন সময় পুকুর, খাল, বিল বা বাওড় এর ইজারা গ্রহণ করছেন। হাড়িয়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ, বহুমুখী সমবায় সমিতি হয়ে ক্রমাগতই তারা উপজেলা প্রশাসনের নিকট হতে ইজারা গ্রহণ করছেন। এছাড়াও যুব উন্নয়ন সমিতির সস্যরে বয়স নিয়েও অনেক সমস্যা খো যা”েছ। সমিতির এহেন অপকর্মের বিরুদ্ধে জেলা সমবায় কার্যালয় হতে সমবায় সমিতি আইন- ২০০১ এর ৪৯ ধারায় তন্ত করণ ও ব্যব¯’া গ্রহণ করার জন্য মহোয়ের নিকট বিনীত অনুরোধ করেন আবেনকারী বা প্রকাশিত সংবারে প্রতিবেক। জেলা সমবায় অফিসার এসএম মঞ্জরুল হক তাৎক্ষনিক শার্শা উপজেলা সমবায় অফিসার এবিএসএম আক্কাস আলীকে আহ্বায়ক করে তিন সস্যের একটি তন্ত কমিটি গঠন করেন। তন্ত কমিটি ০৫/০১/২০২৩ ইং তারিখে প্রায় ৪মাস ধরে তারে তন্ত সম্পন্ন করে জেলা সমবায় অফিসারের নিকট ২পাতার একটা তন্ত প্রতিবেন াখিল করেন। সেই সময় জেলা সমবায় অফিসারের নিকট ০৫/০২/২০২৩ইং তারিখে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেনে তন্ত প্রতিবেন ও তন্ত প্রতিবেনের সাথে সংযুক্ত সকল কাগজপত্র চাওয়া হয় এবং তন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কার্যালয়ের পক্ষেপ সমুহ এবং কতেিনর মধ্যে কার্যকর হবে সেটা জানতে চাওয়া হলে জেলা সমবায় কার্যালয়ের জেলা সমবায় অফিসার এসএম মঞ্জরুল হক ২৩/০২/২০২৩ইং তারিখে ৪৭.৬১.৪১০০.০০০.৩৯.০১৪.১৩.১০৯ নংস্মারকে তিনি জানান, তথ্য অধিকার আইন-২০০৯ সনের ২০নং আইনের ৭(ঠ) ধারা মোতাবেক চাহিত তথ্য প্রান করা সম্ভব নয়। তন্ত প্রতিবেন মোতাবেক এ বিষয়ের উপর ব্যব¯’া গ্রহণের জন্য উপজেলা সমবায় অফিসার, ঝিকরগাছা বরাবর পত্র প্রান করা হয়েছে। তার বক্তব্যেই তো প্রমাণ হয়ে যা”েছ অভিযোগের তন্ত কার্যক্রম শেষ।
তাহলে তিনি কিভাবে আবার বলছেন ২০নং আইনের ৭(ঠ) ধারায় (তন্তাধীন কোন বিষয়ে যাহার প্রকাশ তন্ত কাজে বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ তথ্য) প্রান করছেন। তাহলে যেখানে জেলা সমবায় অফিসার অসহায় পরিবারের পাশোড়ানোর জন্য নিজেই সংবাকর্মীকে আবেন করতে বলেন সেখানেই তিনি আবার তথ্য না ওেয়ার জন্য তথ্য অধিকারের আইন উপ¯’াপন করছেন। আবার জেলা সমবায়ের আশে পাওয়ার পরও উপজেলা সমবায় অফিস হাড়িয়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উপর ব্যব¯’া গ্রহণ না করে অভিযুক্ত সভাপতি ও জামায়াতের নাভারণ ইউনিয়নের আমির আসাুজ্জামানকে ব্যব¯’া নেওয়ার জন্য একটি চিঠি েিয়ছেন বলে উপজেলা সমবায় অফিস েেক জানা যায়। কিš‘ অ্যবধি কর্তৃপক্ষের কোন প্রকার আইনাগত ব্যব¯’া চোখে পড়েনি। জেলা সমবায় অফিসার এসএম মঞ্জরুল হক তথ্য অধিকার আইনেরর প্রতি সম্মান প্রর্শন না করায় প্তরের প্রতি সš‘ষ্ট হতে না পেরে ১৯/০৩/২০২৩ইং তারিখে জেলা সমবায় অফিসার এসএম মঞ্জরুল হকের কার্যক্রমের বিষয়ে উল্লেখ পূর্বক বিভাগীয় সমবায় অফিসের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমানের নিকট আপীল আবেন ায়ের করা হয়। আপীল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে জেলা সমবায় অফিসার কে সঠিক তথ্য প্রানের জন্য ১০/০৪/২০২৩ইং তারিখে ৪৭.৬১.০০০০.২৬১.২২.০০১.১১.১৬৬ নং স্মারকে অফিস আশে নে। আেেশর পরিপ্রেক্ষিতে জেলা সমবায় অফিসার এসএম মঞ্জরুল হক ১৩/০৪/২০২৩ইং তারিখে শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে তন্ত প্রতিবেন েিলও তন্ত প্রতিবেন সাে সংযুক্ত তথ্য প্রদান করেনি। (চলবে)
Dive into the most thrilling online gaming experiences! Lucky Cola
The ultimate battle awaits—will you emerge victorious? Lucky Cola
The ultimate gaming adventure awaits—are you in? Lucky Cola