ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন ইউএনও
যশোর প্রতিনিধি:
মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে, অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (রাজস্ব খাত) এর আওতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, যশোরের ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের ১ম পর্বের শুভ উদ্বোধন করলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হক।
ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার মোড়স্থ পেন ফাউন্ডেশনের কার্যালয়ে, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, বিআরডিবি’র প্রকল্প অফিসার আনিছুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর দুলাল পদ দেবনাথ, সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেডিডেন্ট্’স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ, স্বপ্নলোকের পাঠশালা’র ২য় ক্যাম্পাসের শিক্ষক বিথী খাতুন প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠান পরিশেষে পেন ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা ও হাইজিন কিটস বিতরণ করা হয়।
online su guia completa para la gestion de bufetes de abogados
Me intriga este hecho. Admirable tu estilo. Me hace reír esta entrada.
сколько купить аттестат http://www.russkiy-attestat.com/ .