ঝিকরগাছায় ১২ কেজি গাঁজাসহ ও সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-২
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের ঝিকরগাছায় অভিনব কায়দায় ১২ কেজি গাজাসহ রাজু শেখ (৪২) ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রাবেয়া বেগমকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। রাজু শেখ বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে ও রাবেয়া বেগম ঝিকরগাছার পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের আলী আহাম্মেদের স্ত্রী। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে গতকাল শুক্রবার বেলা ২টা সময় ঝিকরগাছ পদ্মপুকুর গ্রাম থেকে মোটরসাইকেলে থাকা ১২ কেজি গাঁজাসহ রাজু শেখকে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং- ২৪, তাং ২৪/০৫/২০২৪ ইং। এছাড়াও থানা পুলিশের গ্রেফতারী পরোয়ানা মূলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রাবেয়া বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূইয়া বলেন, গাঁজাসহ আটক ও সাজাপ্রাপ্ত আসামীদেরকে আটক করা হয়েছে। শনিবার (২৫ মে) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।