ঝিকরগাছার জামায়াতের আমির ও মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট আবেদন পাঠালেন পল্লব
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের হাড়িয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাভারণ ইউনিয়নের জামায়াতের আমির, ঝিকরগাছা থানায় ২টি বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী ও আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, আসাদুজ্জামান, আসাদুল ইসলাম @ বাবলু (৫৫), ও ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইউপি সদস্য মাহবুর রহমান, মাহবুব @ বাটুল (৩৮) ও তাদের লালিত সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চেয়ে আবেদন করেছে উত্তর রাজাপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম পল্লব। তিনি বাংলাদেশ ডাক বিভাগের ঝিকরগাছা অফিসের ডাকযোগের মাধ্যমে রবিবার (২১ মে) আবেদনপত্র প্রেরণ করেন। আবেদন পত্রের রেজিঃ নং এডি নং ৬০০, ডিএল ৭৭৫৭০৩১৭৪বিডি, তারিখ-২১/০৫/২০২৩ইং।
Enter a realm of fantasy and magic – the adventure begins here! Lucky cola