ঝিকরগাছার সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে প্রকাশ্যে হুমকি : ইউপি সদস্য মাহাববুরের নামে থানায় জিডি
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের ঝিকরগাছার সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা ও প্রকাশ্যে হুমকি দিয়েছে ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমান (৩৮)। সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে বাদি হয়ে থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন। তিনি (সাংবাদিক আফজাল হোসেন চাঁদ) জাতীয় দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেছেন, উত্তর রাজাপুর গ্রামের জয়নাল মোড়লের ছেলে মোঃ মাহাববুর রহমান ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার (২২মার্চ) সকাল অনুমান সাড়ে ১০টার সময় থানাধীন ৩নং শিমুলিয় ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহ করতে যায়। ৩নং শিমুলিয় ইউনিয়নের সচিবের রুমে সাংবাদিককে বসে থাকা দেখেই অকথ্য ভাষায় গালিগালজ সহ মারপিট করতে আসে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। এছাড়াও ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমান, বাদি সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তিনি (মোঃ মাহাববুর রহমান) সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র উপর মিথ্যা মামলা সহ যে কোন ধরণের ক্ষতি সাধন করতে বলে সাধারণ ডায়রী করেছেন। ঝিকরগাছা থানায় সাধারণ ডায়রী নং ৯৫৪, তাং ২২/০৩/২০২২ইং।
৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আইনগত সহযোগীতার চেয়ে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সাধারণ ডায়রী করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Challenge your friends in the best online games! Lucky Cola