ঝিকরগাছার সেবা সংগঠনের সহযোগিতায় ভ্যান পেলো অসহায় মনিরুল
আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সহযোগিতায় ভ্যান পেলো হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা অসহায় মনিরুল ইসলাম। অসুস্থ বাবা, মা, স্ত্রী, হেফজ বিভাগে পড়ুয়া ১৫ বছরের ছেলে এবং প্রাইমারি পড়ুয়া ৮বছর বয়সী মেয়েকে নিয়ে তার সংসার। সে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রয় করে সংসার চালাতো। হঠাৎ করে গত মাসে তার ভ্যানটি চুরি হলে তিনি অত্যান্ত অসহায় হয়ে পড়ে। তখন তিনি লোকমুখে ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সন্ধান পেয়ে ভ্যান পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেন। তার সেই আবেদনে সাড়া দিয়ে সেবা সংগঠনের পক্ষ হতে তাকে একটি ভ্যান কিনে দেওয়া হয়েছে। ভ্যান পেয়ে মনিরুল বলেন, পূর্বের ভ্যানটা চুরি যাওয়াতে আমি পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থার মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় এই ভ্যানটা পেয়ে আমি আবার ঝালমুড়ি বিক্রি করে আমার সংসার চালাতে পারবো। সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু বলেন, আমাদের সংগঠনের মাধ্যমে আমরা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় মনিরুল ভাইকে এই ভ্যানটি কিনে দেওয়া হলো। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভ্যান প্রদানের সময় উপস্থিত ছিলেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু, উপদেষ্টা নুরুল্লাহ খান রুমি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য আসাদুল জামান সহ উপস্থিত ছিলেন সায়েদ আলী, শাকিল হোসেন, ইবাদুল ইসলাম, আল আমিন প্রমুখ।