ঝিকরগাছায় আইসিটি ক্ষেত্রে আর্থ-সামজিক উন্নয়ন ও জনসেবামূলক প্রকল্পের শুভ উদ্বোধন

Share Now..

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় আইসিটি ক্ষেত্রে আর্থ-সামজিক উন্নয়ন ও জনসেবামূলক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। পেন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবনী ও বিশেষ অনুদান শাখা হতে আইসিটি ক্ষেত্রে আর্থ-সামজিক উন্নয়ন ও জনসেবা মূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চলতি ২০২১-২২ অর্থবছরে (১ম রাউন্ডে) ০৩ মাস মেয়াদী সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা প্রকল্পে সর্বমোট ৮০জনের প্রশিক্ষণের উদ্বোধনী করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত।
বুধবার সকালে ঝিকরগাছা বাজারের রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্ব প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে পেন ফাউন্ডেশনের কার্যক্রমের উপর প্রেজেন্টেশন করেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার ও কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোষ, রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইমামুল হুসাইন ইমন, পেন ফাউন্ডেশন সমন্বয়কারী রিজন বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রত্না ইসলাম, প্রশিক্ষক লিপি খাতুন, রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক পপি রাণি খাতুন, স্বপ্ন লোকের পাঠশালা শিক্ষক বিথি খাতুন সহ আরো অনেকে। এসময় রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারের সদ্য সমাপ্ত জুলাই-ডিসেম্বর ২০২২ সেশনের শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *