ঝিকরগাছায় কিন্ডারগার্টেন স্কুলে মধুমাসের দেশীয় ফল উৎসব পালন

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধিঃ

অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের একটি কিন্ডারগার্টেন স্কুলে মধুমাসের দেশীয় ফল উৎসব পালন করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার সময় সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে আটাশ রকমের দেশীয় ফল দিয়ে উৎসব পালনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচিতি করিয়ে দিয়েছেন শিক্ষকবৃন্দরা।
সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম বলেন, আমাদের সন্তানরা বিদেশি ফল খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। আমারা অভিভাবকরাও বিদেশি ফল খাইয়ে সাচ্ছন্দ্যবোধ করি। মনে করি এটাতেই আমাদের স্ট্যাটাস বৃদ্ধি পায়। আমরা বুঝতে চাইনা নানারকম কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা এই সমস্ত ফল আমাদের সন্তানদের জন্য কতটা ক্ষতিকর। দেশী ফল খাওয়ায় বাচ্চাদের আগ্রহী করে তোলাটাই আমাদের মূল উদ্দেশ্য। “শিক্ষকরা বলেন ” এবার প্রথম মধুমাস উদযাপন তাই ছোট্ট পরিসরে করা হলো। আগামী বছর আমরা ইনশাআল্লাহ অনেক বড় করে অনুষ্ঠানটি উদযাপন করবো । এসময় উপস্থিত ছিলেন, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার প্রমুখ।

One thought on “ঝিকরগাছায় কিন্ডারগার্টেন স্কুলে মধুমাসের দেশীয় ফল উৎসব পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *