ঝিকরগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০২১-২২ অর্থবছরের রবি/২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদস্য এমআর মাসুদ, একরামূল হক খোকন, জুলফিকার আলী ভুট্টো, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মিঠুন সরকার, শাহ জামাল শিশির, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল সহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *