ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন

Share Now..

যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্থানীয় ঝিকরগাছা বি.এম হাইস্কুল মাঠের বিপরীতে অবস্থিত পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের হলরুমে ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা অফিসার রোকসানা সুলতানা। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা মেঘনা ইমদাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দেশসেরা সংগঠক ও জাগরণী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমলিডার জুবায়ের বিন মকলেস, মোঃ রহমত উল্লাহ, হস্তশিল্প প্রশিক্ষক শাহনাজ পারভীন নিশু, শিক্ষক বিথী ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আলোচনা সভা শেষে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্দেশে পেন ফাউন্ডেশনের উদ্যোগে অংশগ্রহণকারীদের মাঝে মহামারী করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে মাস্ক, লিফলেট এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *