ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী পালিত

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রভাতে ঝিকরগাছা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে। উপজেলা প্রশাসনের সাথে একযোগে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল বিজয় দিবসের সূর্যদয়ের সাথে সাথে উপজেলা মোড়ে শহীদদের স্মৃতি স্তম্ভে পূষ্পমার্ল্য অর্পণ সহ সকল সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিএম হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তৈরীর ৫০বছরের সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসের আলোকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শ্যামল কুমার বসু, উপজেলা সামাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জুলফিকার আলী ভুট্টো, জাফিরুল হক, পৌর আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগর আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ। এছাড়াও ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের উদ্যোগে পৌর ভবনের সামনে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসে ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের উদ্যোগে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *