ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাশসনের আয়োজনে যথাযথ মর্যদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিসসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও অফিস ভবন আলোকসজ্জা করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ। শনিবার সকাল ৮টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ ও র‌্যালী বের হয়। সকাল সাড়ে ৮টায় স্থানীয় বিএম হাই স্কুল মাঠে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তলণ, শান্তির পায়রা ও বেলুন উড়ানো, বীরমুক্তিযোদ্ধোদের ফুল দিয়ে বরণ এবং পরিশেষে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

One thought on “ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *