ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশু, হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ
আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের এলাকার হতদরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক মোঃ সফিয়ার রহমান, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম আক্তারুজ্জামান, সাবেক নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, সাংবাদিক এম আর মাসুদ, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথি ইসলাম ও শারমীন সুলতানা শান্তা সহ আরো অনেকে।
Siempre que haya una red, puede grabar en tiempo real de forma remota, sin instalación de hardware especial. https://www.mycellspy.com/es/tutorials/how-remotely-monitor-and-record-another-phone-surround-sound/