ঝিকরগাছা উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা পেলেন মেঘনা ইমদাদ

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধিৎ

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের মাসিক সভা শেষে তাকে সংবর্ধনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহাজান সিরাজ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, ঝিকরগাছা পৌরসভার মেয়রের প্রতিনিধি, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে কর্মরত বেসরকারী সংস্থার সমন্বয়কারী জেডিও নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির ও উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ আরো অনেকে।
উল্লেখ্য, মেঘনা ইমদাদ সম্প্রতি ১১ সেপ্টেম্বর ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষা, তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ গ্রহণ করেছেন। এছাড়াও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে উপজেলার জয়িতা পুরস্কার অর্জন, সিআরআই এর ইয়ুথ বাংলা কর্তৃক জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০ অর্জন, ২০২১-২২ অর্থবছরে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করেছেন।

One thought on “ঝিকরগাছা উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা পেলেন মেঘনা ইমদাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *