ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ১কেজি ১শ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ বাবু আব্বাস আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম’র মহোদয়ের দিক-নির্দেশনায়, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের সার্বিক তত্ত্বাবধানে থানার এস.আই (নিঃ) মোঃ জুয়েল রানা, এস.আই (নিঃ) মোঃ মেজবাহুর রহমান, এ.এস.আই (নিঃ) মোঃ ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন ঝিকরগাছা বাজারে বাসষ্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানী হাউজের সামনে হইতে বেনাপোলপোর্ট থানার নামাজগ্রামের ইলিয়াছ কাঞ্চনের ছেলে মোঃ বাবু আব্বাস আলীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় ১কেজি ১শ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১২, তাং-১৭/০৩/২০২২। আসামীকে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

1,481 thoughts on “ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *