ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালন

Share Now..


ঝিকরগাছা পতিনিধিঃ

দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। থানা চত্বরের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ ও সাধারণ জনতার মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের কল্যাণে আমরা সর্বদা প্রস্তুত। আপনারা আসুন এবং আমাদের নিকট থেকে আপনাদের সেবা বুঝে নিয়ে যান। থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাভারণ সার্কেল’র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, ঝিকরগাছা প্রেসক্লাবে সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) তারেক নাহিয়ান। আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গসহ চৌকিদার ও দফাদার গন।

One thought on “ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *