ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের মিজানুর রহমানের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং আত্মার মাগফেরাত কামনায় পৌর কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, জেসমিন সুলতানা, নাজমুন নাহার, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আব্দুল আলিম গাজী, একরামুল হক খোকন, নুরুজ্জামান (বাবু), আমিরুল ইসলাম রাজা, তারিকুজ্জামান, ইউনুছ আলী, পৌরসভার সচিব সন্তোষ হাজরা, সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, হিসাব রক্ষক খায়রুল আলম সহ পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে তার ভাড়া বাসার ঘরের দরজা ভেঙ্গে পৌরসভার সার্ভেয়ারের মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানা পুলিশ।