ঝিকরগাছা পৌরসভা জন্ম মৃত্যু নিবন্ধনে জেলায় সকল পৌরসভার মধ্যে প্রথম

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা পৌরসভা জন্ম মৃত্যু নিবন্ধনে আগস্ট-২০২২ এ যশোর জেলায় সকল পৌরসভার মধ্যে এবং ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। যার কারণে বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকালে যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত উপস্থিত হয়ে ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা ও কাউন্সিলরদেরকে অভিনন্দন জানিয়ে পুরুস্কৃত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, হিসাব রক্ষক খায়রুল আলম, পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দসহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জন্ম মৃত্যু নিবন্ধন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ঝিকরগাছা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর-২ জেসমিন সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর-৩ নাজমুন নাহার ও সাধারণ কাউন্সিলর ৯ নং ওয়ার্ড ইউনুস আলীর মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) হুসাইন শওকত ও ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

One thought on “ঝিকরগাছা পৌরসভা জন্ম মৃত্যু নিবন্ধনে জেলায় সকল পৌরসভার মধ্যে প্রথম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *