ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রোববার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে সমন্বিত উপায়ে নিরাপদ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সাজেদা ফাউন্ডেশনের সহযোগীতা এবং এসএমসি জাইকা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সাজেদা ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা দেব প্রসুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কৃষক জসিম উদ্দীন হিরু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু, সাজেদা ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (বিবর্তন) কামরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) রিজভী নেওয়াজ খান। সভায় এলাকার শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।