ঝিনাইদহের কালীগঞ্জে রিক্সা ও ইমারত শ্রমিকদের মধ্যে চাল বিতরণ
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্যান রিক্সা ও ইমারত শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে করোনাকালীন লকডাউনে ক্ষতিগ্রস্ত ৩৬০ জনকে আট কেজি করে চাল প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত ভ্যান রিক্স শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এই চাল বিতরণ করে। একইভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো ২৫০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। দুস্থ্য এসব মানুষের মধ্যে চাল বিতরণ করেন ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর।
চাল পেয়ে রিক্সা চালক মোজাম হোসেন জানান, লকডাউনের সময় আমরা ঘরে বসে ছিলাম। দুই সপ্তাহে আমাদের কেউ খোঁজ নেয়নি। ইঞ্জিনিয়ার সাগরের দেওয়া চাল পেয়ে কয়েকদিনের জন্য হলেও নিশ্চিন্ত হলাম।
ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে এই সহযোগীতা করা হচ্ছে। এরকমভাবে আগামিতেও সমাজের পিছিয়ে পড়া ছিন্নমুল মানুষকে সহযোগীতা করা হবে।