ঝিনাইদহের কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে
স্টাফ রিপোটারঃ ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর পরিবেশে ১৬ই ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১:০০ ঘটিকার সময় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাঃ বিশ্বাস রাজীব কিশোর, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান, ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ অনন্য রায়, পরিচালনা কমিটির সদস্য জামাল আহম্মেদ মিলন, পরিচালক সুব্রত কুমার মন্ডল, মোঃ মাছুম বিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
উক্ত আলোচনা সভায় ডাঃ বিশ্বাস রাজীব কিশোর বলেন আজ বাংলাদেশের বিজয়ের ৫১ বছর পূর্তি। বাঙালির যুদ্ধজয়ের আনন্দের এবং আত্মপরিচয় লাভের দিন। বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জনের দিন আজ। এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল জাতীয় স্বাধীনতা; বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল স্বাধীন-সার্বভৌম ভূ-খন্ড বাংলাদেশ। এ অর্জন এনে দিয়েছে একটি স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা। তিনি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহিত গ্রাম ডাক্তার, ভেটেরিনারি ও কেয়ারগিভার নার্সিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাফল্যমন্ডিত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন।
Crush the competition and rise to the top. Lucky Cola