ঝিনাইদহের বাজার গোপালপুর বিনামূল্যে করোন ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত

Share Now..

গোপালপুর প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরে বিনামূল্যে করোন ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মধুহাটি পাবলিকিয়ান এসোসিয়েশন এর উদ্যোগে বুধবার ক্যাম্পের আয়োজন করা হয়।
এ রেজিস্ট্রেশন ক্যাম্প হওয়ার পূর্বে অর্থাৎ মঙ্গলবার ইউনিয়নের গ্রামগুলোতে মাইকিং করে জনগণকে জানানো হয়। বুধবার সকাল থেকে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এখান থেকে রেজিস্ট্রেশন করান।
এ সময় মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির এ এস আই সাইফুদ্দিন, অ্যাসোসিয়েশনের মাসুদ রানা, জাহিদ হাসান পারভেজ, মেহেদি হাসান সেতু, শাহাদাতুল মেরাজ, গাফফার হোসেন, শহিদুল ইসলাম, অর্ঘ্য, সাদিক সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের ব্যক্তিবর্গ জানান, জনসাধারণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শতভাগ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *