ঝিনাইদহের বাজার গোপালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share Now..

গোপালপুর প্রতিনিধি:

ঝিনাইদহে সদর উপজেলার বাজার গোপালপুরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের প্রতিটি মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হবে। এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বাজার গোপালপুর জামে মসজিদ প্রাঙ্গনে আম ও মেহগনি গাছের চারা রোপন করে উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল।

বাজার গোপালপুর রাব্বি নার্সারির সহযোগিতায় এবং ইউনিয়নের চিত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তুষার সভাপতিত্বে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু জাফর, আব্দুল মান্নান বিশ্বাস, ডাক্তার আলতাব হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক কারিম সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *